ফাগুনে সেজেছে তোমার আমার শহর :
ফাগুনের আগুন তাপে,
এসেছে নতুন প্রহর,
সেজেছে ফুলের বাহারে,
তোমার আমার ছোট্ট শহর।
এসেছে পাখির সুরে,
আকাশ নীলের ভীড়ে,
কুয়াশা ভেদে,
সেজেছে রঙিন সাজে,
প্রকৃতির প্রেম-হাজার ফুলের মাঝে।
ধরনীর সকল প্রেমে,
সেজেছে বসন্ত ফুল,
গোধূলীর লাল আভায় পাখির দল,
খুশিতে তারাও মশগুল।
বসন্ত এলো,
স্মৃতিচারণের সুখে,
বিশ্ব আজ অসুস্থ,
লক্ষ্য মৃত্যুর মুখে।
বদলে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে,
বসন্ত সেজেছে বর্ণিল রঙের লালে
গাছে গাছে ফুটেছে ফুল,
কৃষ্ণচূড়ার প্রতিটা ডালে।