স্টাফ রিপোর্টার :
সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে তা বিক্ষিপ্তভাবে হবে। আবাহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
এই অবস্থায় আজ বৃহস্পতিবার পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর ও ময়মনসিংহ বিভাগেও বজ্রসহ বৃষ্টি হতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়বে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এসময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জানিয়ে এ হাফিজুর রহমান বলেন, বৃষ্টির প্রবণতা আগামী তিনদিন থাকতে পারে। দেখা যাবে এক স্থানে বৃষ্টি হচ্ছে তো অন্য স্থানে হচ্ছে না। আবার কোথাও টানা বৃষ্টি হবে এমনও নয়।