আর্ত মানবতার কল্যাণে রোটারিয়ানদের ভূমিকা প্রশংসনীয় – আবু ফয়েজ খান চৌধুরী

2

রোটারি ডিস্ট্রিক্ট (৩২৮২) গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী বলেছেন, আর্ত মানবতার কল্যাণে রোটারিয়ানদের ভূমিকা প্রশংসনীয়। এ ধারাকে অব্যাহত রাখতে রোটারিয়ানদের বেশি করে জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতে হবে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকতে হবে। বিশ্বব্যাপী রোটারিয়ানদের কাজের পরিধি বৃদ্ধির পাশাপাশি প্রতিটি এলাকার অসহায় বঞ্চিতদের জীবনমান উন্নয়নে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।
তিনি ১৯ ফেব্রুয়ারী শনিবার দুপুরে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সিলেটের ২০টি রোটারী ক্লাব সমূহের যৌথ উদ্যোগে আয়োজিত মশারী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইভেন্ট চেয়ারম্যান এসি গভর্নর পিপি রেহান উদ্দিন রায়হানের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিডিজি ও ডিস্ট্রিক্ট ট্রেইনার এম আতাউর রহমান পীর।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিপি মিজানুর রহমান, পিপি কেরামাতুল আজিম পিন্টু, পিপি আব্দুর রহিম, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর প্রেসিডেন্ট সাইফুর রহমান, রোটারি ক্লাব অব সিলেট গ্রীণ সিটির প্রেসিডেন্ট শাহ জাহান সেলিম বুলবুল, রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট সামছুদ্দিন, রোটারি ক্লাব অব রাইজিং স্টার’র প্রেসিডেন্ট ইউনুছ আলী, রোটারী ই ক্লাব প্রেসিডেন্ট এড আজিম উদ্দিন, রোটারি ক্লাব অব সিলেট সিনারবি’র প্রেসিডেন্ট আব্দুর রহমান, রোটারি ক্লাব অব সিটি’র সেক্রেটারী এসএ শফি। বিজ্ঞপ্তি