দক্ষতা অর্জনের বিশেষ উপায় হলো প্রশিক্ষণ। প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্পের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে জনগণের কল্যাণে ও সমাজের উন্নয়নে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, যৌতুক, বাল্যবিবাহ, নারী নির্যাতন সহ সামাজিক অবক্ষয় রোধমূলক কর্মকান্ডে সকল প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যদেরকে আন্তরিকভাবে কাজ করে উল্লেখযোগ্য ভূমিকা রেখে সংগঠনের পুরস্কার গ্রহণের আহবান জানান।
৭ ডিসেম্বর শনিবার সকালে নগরীর আখালিয়াস্থ আনসার-ভিডিপি জেলা কার্যালয়ের আওতায় ২১ দিন মেয়াদী ৮০ জন ভিডিপি সদস্যদের জেলা ভিত্তিক অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণের সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা কমান্ড্যান্ট ও প্রশিক্ষণ কোর্স অধিকনায়ক এনামুল খান উপরোক্ত কথাগুলো বলেন।
প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, সার্কেল অ্যাডজুট্যান্ড (অতিঃ), কোর্স প্রশিক্ষণ কর্মকর্তা, কোয়াটার মাষ্টার আবু সাহাদৎ মোহাম্মদ এনামুল হক, সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা, বালাগঞ্জ উপজেলা প্রশিক্ষক মুন্নান পাল, ২নং আনসার ব্যাটালিয়নের ল্যান্স নায়েক মোঃ আজিজ খান, প্রশিক্ষণার্থী মোঃ জামাল আহমেদ প্রমুখ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মোঃ ইকবাল হোসেন। বিজ্ঞপ্তি