নৈতিকতা সম্পন্ন শ্রমজীবীরা সমৃদ্ধ বাংলাদেশ গঠনের অন্যতম হাতিয়ার – এডভোকেট জুবায়ের

8
শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগর ট্রেড ইউনিয়ন-১ এর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আদর্শবান সুনাগরিক ছাড়া জীবনে সফলতা লাভ করা সম্ভব নয়। নৈতিকতাসম্পন্ন সুনাগরিক দুনিয়ার সাফল্যের পাশাপাশি পরকালিন মুক্তির পথ প্রশ^স্ত করে। তাই শ্রমজীবি ভাইদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নৈতিকতা সম্পন্ন দক্ষ শ্রমিক সমাজের হাত ধরেই সুখী সৃমদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। কারণ শ্রমিক সমাজ হচ্ছে যে কোন রাষ্ট্রের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের চাবিকাঠি। নৈতিকতা সম্পন্ন দক্ষ শ্রমিক সমাজই হবে বাংলাদেশের আগামীর কর্ণধার। আগামীর পৃথিবী হচ্ছে সততা ও ইনসাফের পৃথিবী।
তিনি শুক্রবার রাতে শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর ট্রেড ইউনিয়ন-১ এর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ট্রেড ইউনিয়ন (১) এর সভাপতি আক্কাস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মুন্নার পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে দারসুল কুরআন পেশ করেন মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল্লাহ।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারশনের সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ইয়াসিন খানঁ, মহানগর সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল বাছেত মিলন, শাহপরাণ রিক্সা শ্রমিক ইউনিয়ন সিলেট-২৫ এর সভাপতি ইদ্রিস আলী, শাহপরাণ ঠেলা-ভ্যান শ্রমিক ইউনিয়ন সিলেট-২৪ এর সভাপতি আক্তার হোসেন, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বক্কর প্রমুখ। বিজ্ঞপ্তি