রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেট’র প্রেসিডেন্ট ইকবাল, সেক্রেটারি দেওয়ান রুশো নির্বাচিত

16

রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর এন্যুায়েল মিটিং গত ৩১ ডিসেম্বর (শুক্রবার) সন্ধা ৭টায় নগরীর হোটেল নির্ভানা ইন এর বলরুমে অনুষ্ঠিত হয়। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান সাইফুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরীর পরিচালনায় সভায় ক্লাবের পাস্ট প্রেসিডেন্টবৃন্দ, বোর্ড মেম্বার ও সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন।
সভার শুরুতেই মহাগ্রন্থ আল-কুরআন থেকে তেলাওয়াত করেন পিপি রেহান উদ্দিন রায়হান ও রোটারি ইনভোকেশন পাঠ করেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান ইকবাল হোসেন। এরপর ক্লাব সেক্রেটারি বিগত ৬ মাসের ক্লাবের কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন। এবং ক্লাব ট্রেজারার দেওয়ার রুশো চৌধুরী অর্থনৈতিক রিপোর্ট পেশ করেন।
এরপর প্রধান নির্বাচন কমিশনার আইপিপি রেহান উদ্দিন রায়হান, রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর ২০২২-২৩ এর বোর্ড প্রেসিডেন্ট ইলেক্ট ও বোর্ড ঘোষনা করেন। প্রেসিডেন্ট হিসেবে রোটারিয়ান ইকবাল হোসেন ও সেক্রেটারি রোটারিয়ান দেওয়ান রুশো চৌধুরী নির্বাচিত হন। বোর্ড অন্যান্য সদস্যবৃন্দ হলেন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান আখতার চৌধুরী রুবেল, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল বাছিত, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান রেজাউল করিম, ট্রেজারার রোটারিয়ান আসাদুজ্জামান রনি, ক্লাব সার্ভিস ডাইরেক্টর রোটারিয়ান তোফাজ্জল হোসেন, কমিউনিটি সার্ভিস ডাইরেক্টর রোটারিয়ান ইখতিয়ার আহমদ চৌধুরী, ভকেশনাল সার্ভিস ডাইরেক্ট রোটারিয়ান তানবির বক্স, ইন্টারন্যাশনাল সার্ভিস ডাইরেক্ট রোটারিয়ান কাজী আব্দুল জলিল খান, ইয়ুত সার্ভিস ডাইরেক্টর রোটারিয়ান তাজ খান আলম, এডিটর পিপি রেহান উদ্দিন রায়হান, চিফ সার্জেন্ট রোটারিয়ান মাজহারুল হক, সার্জেন্ট রোটারিয়ান জাবেদ নকিব ও ক্লাব ট্রেইনার পিপি ইয়াকুতুল গণি ওসমানী।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নির্বাচন কমিশনার পিপি ফারুক আহমদ, নির্বাচন কমিশনার পিপি আজিজুর রহমান, এসাইন এসিট্যান্ট গর্ভনর পিপি আবু সুফিয়ান, পিপি কাজী মঈনুল ইসলাম হেলাল, রোটারিয়ান আব্দুল বাছিত, রোটারিয়ান রেজাউল করিম, রোটারিয়ান তোফাজ্জল হোসেন, রোটারিয়ান আসাদুজ্জামান রনি, রোটারিয়ান তাজ উদ্দিন খান আলম, রোটারিয়ান মাজহারুল হক, রোটারিয়ান জাবেদ নকিব, রোটারিয়ান সুয়েব আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি