বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট এর উদ্যোগে বৃহস্পতিবার সিলেটে সুশাসনে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধির জন্য নাগরিক সমাজ ও গণমাধ্যম কর্মীদের সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের শিখন বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট এর প্রেসিডেন্ট ও সাবেক সচিব এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী এবং সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বায়েজিদ খান।
এই প্রকল্পে সিলেট জেলার ১০ জন গণমাধ্যমকর্মী এবং ১০ জন নাগরিক সমাজের সদস্য বাংলাদেশ সরকারের প্রণীত তথ্য অধিকার আইন, জাতীয় শুদ্ধাচার কৌশল এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেন ও তার বাস্তব প্রয়োগের জন্য বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপর মতামত জরিপ পরিচালনা করেন। এর মাধ্যমে প্রাপ্ত তথ্য, উপাত্ত এবং সুপারিশমালা উক্ত শিখন বিনিময় সভায় উপস্থাপন করেন তারা। ফলাফল উপস্থাপনায় অংশ নেন আবু তাহের, শিউলি বেগম, খালেদ আহমদ, আল আমিন সরদার, আয়েশা রুনা ও দিক্ষিতা তালুকদার। বিজ্ঞপ্তি