সরকারের রাজস্ব ভান্ডারকে সমৃদ্ধ করতে করদাতাদের উৎসাহিত করতে হবে – কর কমিশনার সাইফুল হক

6
কর অঞ্চল সিলেট এর কর কমিশনার মো. সাইফুল হক এর বিদায় উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত কর কমিশনার মো. সাইফুল হক এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন কর অঞ্চল সিলেটের কর্মকর্তাবৃন্দ।

কর অঞ্চল সিলেট এর কর কমিশনার মো. সাইফুল হক বলেছেন, সরকারের রাজস্ব ভান্ডারকে সমৃদ্ধ করতে হলে করদাতাদের কর দিতে উৎসাহিত করতে হবে। কারণ করদাতারা যদি কর না দেন তাহলে সরকারের রাজস্ব ভান্ডার সমৃদ্ধি হবে না। দেশের উন্নয়নে সঠিক সময়ে কর প্রদান করতে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। কর প্রদানে সকল নাগরিককে সচেতন হতে হবে। কর্মক্ষেত্রে সকল ধরনের প্রতিবন্ধকতা পেরিয়ে সততা, নিষ্ঠার সাথে কাজ করলে সম্মানের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে অপরিসীম অবদান রাখা সম্ভব।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে নগরীর উপশহরস্থ একটি চাইনিজ হোটেলের হলরুমে বদলি জনিত বিদায় উপলক্ষে কর অঞ্চল সিলেট এর আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কর অঞ্চল সিলেটের উপ কর কমিশনার সদর দপ্তর প্রশাসন মো. আবু সাঈদ এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেট এর পরিদর্শী রেঞ্জ-১ এর অতিরিক্ত কর কমিশনার হেমল দেওয়ান, যুগ্ম কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম, কর অঞ্চল সিলেটের উপ কর কমিশনার আওরঙ্গজেব খান, মো: হামিদুল হক, সহকারী কর কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, অর্পা বর্ণিক, মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত সহকারী কর কমিশনার সালেহ আহমদ, কর পরিদর্শক মো: আব্দুল মোমিন চৌধুরী।
সংবর্ধনা অনুষ্ঠানে কর অঞ্চল সিলেটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী কর কমিশনার মো. সাইফুল হককে সম্মননা ক্রেস্ট ও ফুল প্রদান করা হয়। বিজ্ঞপ্তি