স্টাফ রিপোর্টার :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অসাধু উপায়ে ভর্তি হতে এসে ইকবাল হোসেন সাইদ নামের এক শিক্ষার্থী আটক করা হয়েছে। মঙ্গলবার ৮ জানুয়ারী তাকে আটক করা হয় বলে জানান ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ।
তিনি জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থী ইকবালের হয়ে লিখিত পরীক্ষায় অন্য একজন অংশ নেন। এরপর মঙ্গলবার ইকবাল নিজে ভাইবা পরীক্ষা দিতে আসে। যা কর্তৃপক্ষের কাছে ধরা পড়লে তাকে আটক করা হয়।
জানা যায়, রেজিস্ট্রেশন ফর্ম অনুযায়ী আটককৃত শিক্ষার্থীর পিতার রফিকুল ইসলাম ও মাতার ফাতেমা বেগম। তার ভর্তি পরীক্ষার রোল নম্বর ৩৫১৭৬৩। সে চট্টগ্রাম ভেটেনারি এ্যন্ড এ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটির ‘ইউসুফ চৌধুরী ভবন’র ২য় তলায় ‘বন ও পরিবেশ বিদ্যা’ বিভাগের ১ নম্বর রুমে পরীক্ষা দিয়েছিলো।
এ বিষয়ে সহকারী প্রক্টর আবু হেনা বলেন, ভাইবার সময় ভর্তি পরীক্ষায় রেজিস্ট্রেশনকারী ব্যক্তিকে আটক করা হয়। তবে ভর্তি পরীক্ষার সময় তার হয়ে অন্য একজন প্রক্সি দিয়েছেন। ভাইবার সময় তা ধরা পড়েছে।