প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালী

23

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখা। রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে নগরীর বন্দবাজার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র‌্যালীটি নয়াসড়ক পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
নগর সেক্রেটারি সিদ্দিক আহমদ এর সঞ্চালনায় র‌্যালী পরবিবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি আব্দুল্লাহ আল-ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল-ফারুক বলেন, জাতিকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে রক্তের সাগর পাড়ি দিয়ে দেশকে স্বাধীন করে জাতির বীর সন্তানরা। কিন্তু রক্তের দাগ শুকানোর আগেই স্বদেশী আদর্শহীন নেতৃত্বের কবলে পড়ে দেশের সাধারণ মানুষ দুর্নীতি ও দু:শাসনের যাঁতাকলে পিষ্ট হতে শুরু করে। মেধা ও নৈতিকতা হারিয়ে ছাত্ররা গা ভাসিয়ে দেয় চাঁদাবাজি, টেন্ডারবিবাজি ও মাদকের সয়লাবে। সেকুলার ও নৈতিকতা বিবর্জিত শিক্ষাব্যবস্থা যখন জাতিকে নিয়ে যাচ্ছিল এক অনিশ্চয়তার দিকে, যুব প্রজন্ম যখন অপসংস্কৃতির কালো থাবায় ধ্বংসের মুখে, এমন প্রেক্ষাপটে বিশৃঙ্খল ও দিশেহারা ছাত্রসমাজকে পথ দেখাতে আলোর মশাল নিয়ে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের বিকাশ এবং ইসলামী সমাজ বিনির্মাণের লক্ষ্যে ১৯৭৭ এর ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। প্রতিষ্ঠার ৪৫ বছরে তরুণ সমাজকে প্রকৃত মানুষ হিসেবে গড়তে ছাত্রশিবির প্রতিটি জনপদে নিরলসভাবে কাজ করে চলছে। তরুণদের মাঝে ঘুণেধরা সমাজ পরিবিবর্তনের একটি স্বপ্ন তৈরি করতে সক্ষম হয়েছে। আজকের সমাজকে পরিবিবর্তন করে প্রত্যাশিত সোনালি সমাজ তৈরির জন্য প্রয়োজন সৎ, দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব। যারা সমাজের সকল অন্ধকারকে পরিবিবর্তন করে আলো প্রজ্জলিত করবে। এ লক্ষ্যেই ছাত্রশিবির এগিয়ে চলেছে। আজকের এই দিনেও আমরা আমাদের লক্ষ্যে অবিচল থাকার প্রত্যয় ঘোষণা করছি।
উক্ত র‌্যালীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাহাত বিন সায়েফ চোধুরী সহ সিলেট মহানগর শিবিরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরর। বিজ্ঞপ্তি