সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী বলেছেন, গুণীজনকে সম্মান করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। গুণীজনকে সম্মান করলে নিজে ও সমাজ উপকৃত হয়। বিভিন্ন পেশার গুণীদের এই সম্মান প্রদানের প্রয়াসকে স্বাগত জানিয়ে তিনি বলেন রোটারী ক্লাব অব সিলেট সিলেট সেন্ট্রাল প্রতিষ্ঠা লগ্ন থেকেই গুণীজনদে সম্মাননা দিয়ে যাচ্ছে। তা একটি প্রশংসনীয়। বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করা যায় আজকের সমাজ সহজে কাউকে সম্মান দিতে আগ্রহী নয়। আজকের এই গুণীজন সংবর্ধনা দেখে অন্যরাও নিজকর্মে উজ্জীবিত হবেন। শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে নগরীর জেলরোডস্থ একটি রেষ্টুরেন্টে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল এর ভোকেশনাল এক্সিলেন্সি এওয়ার্র্ড প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট মো. শামশুউদ্দিন (পিএইচএফ) এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারিয়ন পি.পি হুমায়ুন ইসলাম কামাল, রোটারিয়ান পি.পি মোহাম্মদ তৈয়বুর রহমান (আর.এফ.এস.এম), রোটারিয়ন পি.পি মোহাম্মদ আবদুল মুকিত (আর.এফ.এস.এম), রোটারিয়ান পি.পি.ড: এম সহিদুল ইসলাম এডভোকেট (পি.এইচ.এফ), রোটারিয়ান এম.এ রহিম (আর.এফ.এস.এম), রোটারিয়ান পি.পি মো: নজরুল ইসলাম (পি.এইচ.এফ)। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সেক্রেটারি রোটারিয়ান আবদুর রহমান (আর.এফ.এস.এম), রোটারিয়ান পি.পি মোহাম্মদ রুহুল আলম (আর.এফ.এস.এম), রোটারিয়ান আই.পি.পি বিকাশ কান্তি দাশ (পি.এইচ.এফ), রোটারিয়ান মনসুর আহম্মদ (পি.এইচ.এফ), রোটারিয়ান আহমদ রশিদ চৌধুরী (আর.এফ.এস.এম), রোটারিয়ান জুবায়ের আহমদ, রোটারিয়ান মোহাম্মদ ইমদাদ হুসাইন, রোটারিয়ান হুসাইন আহমদ, রোটারেক্ট মাসুম তালুকদার, অভিজিৎ আর্চায্য, জীবন আহমদ, মাসুম আহমদ প্রমুখ।
ভোকেশনাল এক্সিলেন্সি এওয়ার্ড প্রাপ্তরা হলেন কৃষক উদ্যোক্তা মো: দিলোয়ার হোসাইন, নারী উদ্যোক্তা হিসেবে অনিতা দাশ গুপ্তা, স্বাস্থ্যসেবায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হেড-নেক ক্যান্সার সার্জারী এন্ড লেজার সার্জারী ডা. নুরুল হুদা নাঈম, শিক্ষকতায় জামেয়া ক্বাসিমুল উলুম হযরত শাহজালাল (রহ.) মাদরাসার শিক্ষক মাওলানা মুফতি আতাউর রহমান, সাংবাদিকতায় দৈনিক ইত্তেফাক সিলেট ব্যুরো চীফ হুমায়ুন রশিদ চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক নির্বাচিত হওয়ায় রোটারিয়ান পি.পি জিয়াউল হক (এম.পি.এইচ.এফ), সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় রোটারিয়ান পি.পি মোহাম্মদ সিদ্দিকুর রহমান (পি.এইচ.এফ), কানাইঘাট উপজেলা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রোটারিয়ান আফসার উদ্দিন আহমদ (পি.এইচ.এফ), জনতা ব্যাংকের এজিএম হিসেবে প্রমোশন পাওয়ায় রোটারিয়ান পি.পি মোহাম্মদ নজরুল ইসলাম (পি.এইচ.এফ) কে সম্মাননা প্রদান করা হয়। সবশেষে এওয়ার্ড প্রাপ্তদের অনুভূতি প্রকাশ এবং জামেয়া ক্বাসিমুল উলুম হযরত শাহজালাল (রহ.) মাদরাসার শিক্ষক মাওলানা মুফতি আতাউর রহমান এর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি