সেখানে এক তুমি আছে :
আমার নিজস্ব কিছু দুঃখ আছে, মেঘে ঢাকা মুখ ও আছে।
বিষন্ন এক নদী আছে, পাড়ভাঙার ঢেউ ও আছে।
বিকেলের মৃদু বাতাস আছে, নির্জন গভীর ভাষা আছে।
সবুজ পাতার গান আছে, হলদে পাতা ম্লান আছে।
আষাঢ়ের মেঘ আছে, শ্রাবণের জল আছে, যোগ- বিয়োগের ফল ও আছে।
অলস কিছু কাব্য আছে, জটিল ভবিতব্য আছে।
রহস্যময় দ্বীপের পাড়ে অবিকল এক মমি আছে।
এতকিছু পাওয়ার মাঝে আলোর ঝলক কমই আছে।
প্রেমের চারণভূমি আছে, অদৃশ্য তাড়া আছে, একা ফেরার সুখ ও আছে, সেখানে এক তুমি আছে।