রোটারি-৩২৮২ এর পিডিজি লে: কর্ণেল এম আতাউর রহমান পীর (অব.) বলেছেন, মানবতার সেবা এবং বন্ধুত্ব হচ্ছে আমাদের লক্ষ্য। রোটারিয়ানরা মানবতার সেবা ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে। রোটারি মানবতার সেবায় সরকারের পাশাপাশি কাজ করছে। রোটারিয়ানরা নিজে ও মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে মানুষের সেবায় কাজ করেন। শীতার্ত মানুষ আমাদের সমাজের অংশ, তাদের পাশে দাঁড়ানো আমাদেও নৈতিক দায়িত্ব। রোটারি ক্লাব অব সিলেট ইম্পোরিয়েল আয়োজিত কম্বল ও খাদ্য বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গত বুধবার বটেশ^র রোটারি কানুগুল প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মধ্যে রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়েলের উদ্যোগে কম্বল, খাদ্য ও মাস্ক বিতরণ করা হয়। রোটারি ক্লাব সিলেট ইম্পেরিয়েলের প্রেসিডেন্ট রোটারিয়ান হাসান কবির চৌধুরী’র সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান সুমন আহমদের পরিচালনায় এ উপলক্ষে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারি-৩২৮২-এর ডেপুটি গভর্নর রোটারিয়ান কামাল উদ্দিন ভূঁইয়া, পিপি রোটারিয়ান মাহমুদুর রহমান, পিপি রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, হোটেল নির্ভানা ইন এর পরিচালক জুবায়ের আহমদ, প্রেসিডেন্ট ইলেক্ট ফয়সল আহমদ আলী, স্কুলের প্রধান শিক্ষক রুমেল আহমদ, সাদ্দাম হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি