জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে সড়কের পাশে থাকা সরকারি খাল ভরাট করে দখলের উৎসব চলছে। গত প্রায় এক মাস ধরে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের জগন্নাথপুর বাজার এলাকা থেকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের শাহজালাল মহাবিদ্যালয় এলাকা পর্যন্ত প্রায় ১৫/২০টি স্থানে সরকারি খাল ভরাট করা হয়েছে। যদিও গত প্রায় দুই সপ্তাহ আগে সরকারি এসব খাল ভরাট বন্ধে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হোসাইন মোহাম্মদ হাই জকি অভিযান চালান। অভিযানকালে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। এরপরও বন্ধ হয়নি সরকারি খাল ভরাট কাজ। বিভিন্ন ব্যক্তি গাড়ি দিয়ে মাটি কেটে এসব খাল ভরাট করায় দিনদিন বেদখল হয়ে যাচ্ছে খাল রকম সরকারি খাস জমি। সরজমিনে দেখা যায়, প্রতিনিয়ত খাল ভরাট করা হচ্ছে। এ যেন সরকারি খাল ভরাটের উৎসব চলছে। তাই সরজমিনে দেখে সড়কের পাশে থাকা সরকারি খাল রক্ষায় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান সচেতন মহল।