সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সেলিম আহমদ ফলিককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। বৃহ¯পতিবার সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ স¤পাদক আব্দুল মুহিম স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- বিগত ৩/১২/২০২০ ইং তারিখে সিলেট সার্কিট হাউজে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বর্তমান সভাপতি, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজান খান এমপি এবং সাধারণ স¤পাদক ওসমান আলী গং নেতৃবৃন্দের সিদ্ধান্ত অমান্য এবং বিগত ১৮/১০/২০২১ ইং সিলেট বিভাগীয় কমিটির সাধারণ স¤পাদক সজিব আলী গং নেতৃবৃন্দের সিদ্ধান্ত অমান্য ও গত ০১/০৩/২০২২ইং গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটিতে শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে শ্রমিক নামধারী সন্ত্রাসীগণ নিয়ে উপ-কমিটির কার্যালয় তালাবদ্ধ করে অস্ত্রশস্ত্র নিয়ে শ্রমিকদের উপর হামলার পাঁয়তারা করায় ইউনিয়নের কার্যকরী পরিষদের সভায় গত ২/৩/২০২২ইং এবং প্রত্যেক উপ-কমিটির সমন্বয়ে ৩/৩/২০২২ইং তারিখের সিদ্ধান্ত মোতাবেক সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সেলিম আহমদ ফলিককে অত্র ইউনিয়নের সংবিধানের ৭ এর ক, খ ও ২৬নং ধারা মোতাবেক ইউনিয়ন হতে বহিষ্কার করা হলো। বিজ্ঞপ্তি