জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন থেকে সেলিম আহমদ ফলিককে বহিষ্কার

15

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সেলিম আহমদ ফলিককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। বৃহ¯পতিবার সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ স¤পাদক আব্দুল মুহিম স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- বিগত ৩/১২/২০২০ ইং তারিখে সিলেট সার্কিট হাউজে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বর্তমান সভাপতি, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজান খান এমপি এবং সাধারণ স¤পাদক ওসমান আলী গং নেতৃবৃন্দের সিদ্ধান্ত অমান্য এবং বিগত ১৮/১০/২০২১ ইং সিলেট বিভাগীয় কমিটির সাধারণ স¤পাদক সজিব আলী গং নেতৃবৃন্দের সিদ্ধান্ত অমান্য ও গত ০১/০৩/২০২২ইং গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটিতে শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে শ্রমিক নামধারী সন্ত্রাসীগণ নিয়ে উপ-কমিটির কার্যালয় তালাবদ্ধ করে অস্ত্রশস্ত্র নিয়ে শ্রমিকদের উপর হামলার পাঁয়তারা করায় ইউনিয়নের কার্যকরী পরিষদের সভায় গত ২/৩/২০২২ইং এবং প্রত্যেক উপ-কমিটির সমন্বয়ে ৩/৩/২০২২ইং তারিখের সিদ্ধান্ত মোতাবেক সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সেলিম আহমদ ফলিককে অত্র ইউনিয়নের সংবিধানের ৭ এর ক, খ ও ২৬নং ধারা মোতাবেক ইউনিয়ন হতে বহিষ্কার করা হলো। বিজ্ঞপ্তি