২৩তম রোটারিয়ান কামাল উদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের স্থায়ী প্রজেক্ট এটি। এবছর বৃত্তি প্রাপ্তরা হলেন- কিশোরী মোহন গালর্স হাই স্কুলের সৃষ্টি দাস, সৈয়দ কুতুব জালাল হাই স্কুলের মোঃ সাইফুর রহমান, দক্ষিণ সুরমা নাসিবা খাতুন গালর্স হাই স্কুলের সাবিকুন নাহার, কিশোরী মোহন গালর্স হাই স্কুলের মুক্তা রানি রায় দে, সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর সাদাত আল হাবিব, নবারুন হাই স্কুলের সাইদুল ইসলাম সিহাব, মোকন হাই স্কুলের মোঃ আব্দুল মুহিত, আদর্শ হাই স্কুলের সাইদা তাহরিনা খানম, শাহজালাল হাই স্কুলে সুমা বেগম, জালালপুর হাই স্কুলের, নাদিকা মুনজারিন চৌধুরী, হাজী রাশিদ আলী হাই স্কুলের সানজিদা বেগম, বলদী আইডিয়াল হাই স্কুলের আনজালা মাহদীন পুষ্প, সিলাম হাই স্কুলের সাদিকা বেগম উর্মি, প্রগতি হাই স্কুলের সুমাইয়া বেগম, বিবিদল হাই স্কুলের নিশাত জাহান, জালালাবাদ হাই স্কুলের মোঃ আলী নোমান নাদিম, কায়েস্তরাইল হাই স্কুলের নুরুন্নাহার দিপা, আদর্শ হাই স্কুলের ফাহমিদা আক্তার সিমি, মোঃ মকন হাই স্কুলের আমিনা আক্তার মাইশা এবং সিরাজ উদ্দিন একাডেমীর শাহ আদনান আহমেদ আমিন ।
এদিকে আগামী ৬ এপ্রিল শনিবার সন্ধ্যে সাড়ে সাতটায় জিন্দাবাজার স্পাইসী রেষ্টুরেন্টের হলে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক সহ আমন্ত্রিত সকলকে উপস্থিত থাকার জন্য রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান এম এ রহিম অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি