অবশেষে জামিন পেলেন সেই তিন আইনজীবী ॥ আদালত বর্জনের সিদ্ধান্ত স্থগিত

35

স্টাফ রিপোর্টার :
হত্যা মামলায় অবশেষে সেই তিন আইনজীবীর জামিন মঞ্জুর হল। গতকাল বুধবার সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুদরত-ই খোদার আদালতে আসামী তিন আইনজীবীর জামিন আবেদন করা হলে বিজ্ঞ আদালত তা মঞ্জুর করেন। এদিকে, এই তিন আইনজীবীর জামিন না দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট আইনজীবীদের আদালত বর্জন স্থগিত করা হয়। বিষয়টির একটি সুন্দর সমঝোতার দিকে যাচ্ছে আইনজীবী সমিতি।
আদালত ঘুরে জানা গেছে, বুধবার সকালে কোম্পানিগঞ্জের যুবলীগ কর্মী আব্দুল আলী হত্যা মামলার আসামী তিন আইনজীবী আওয়ামীলীগ নেতা মাহফুজুর রহমান, আজমল আলী ও হাবিবুর রহমান ভুট্টুকে আদালতে হাজির করা হয়। আদালতের কাছে আবারও এই তিন আইনজীবীর জামিন আবেদন করেন আইনজীবীরা। এতে বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেছেন।
আসামী পক্ষের আইনজীবী শওকত আহমদ জানান, বিজ্ঞ আদালতের কাছে তিন আইনজীবীর জামিনের প্রয়োজনীয় তথ্য প্রমাণ উপস্থান করেই জামিন আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেছেন।
কোম্পানিগঞ্জ কোর্টের জিআরও সোহেলী বেগম জানান, তার কাছে এই তিন আইনজীবীর জামিনের নথি এসেছে। আদালত তাদের জামিন দিয়েছেন।
মঙ্গলবার এই তিন আইনজীবীর জামিন না দেওয়ায় বিচারকের বিরুদ্ধে বিক্ষোভ করেন সিলেটের আইনজীবীরা। একই সঙ্গে তারা আদালত বর্জনেরও ঘোষণা দিয়েছিলেন। পরে বিষয়টির একটি সুন্দর সমঝোতা হয়। যে কারণে, আইনজীবীরা বুধবার কোর্ট বর্জনের সিদ্ধান্ত স্থগিত করেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৪ অক্টোবর যুবলীগ নেতা আব্দুল আলী খুন হন। এ ব্যাপারে মামলা দায়ের হয় ২৯ জনকে আসামি করে। এর মধ্যে পুলিশ ইতোপূর্বে ১২ জনকে গ্রেফতার করেছে। ওই তিন আইনজীবীর উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে গত ৩ মার্চ সিলেটের আদালতে জামিন চাইলে আদালতে তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।