সিলেটে আজ গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার জন্য সম্ভাবনা

8

স্টাফ রিপোর্টার :
চলছে মাঘের শেষ। সিলেটে বইছে শৈত্যপ্রবাহ। চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সোমবার। এমন অবস্থায় জবুথবু সিলেটের মানুষ।
এদিকে, সেই শৈত্যপ্রবাহ কেটে গিয়ে গতকাল মঙ্গলবার ১ ফেব্রুয়ারি থেকে শীত কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও সিলেটে আজ বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তর বলছে, বৃষ্টি চলে গেলে নিশ্চিত করা যাবে, এ বছর শীত কবে বিদায় নিবে।
আবহাওয়াবিদ আব্দুল হামিদ বলেন, বুধবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির দু-এক দিন পরই দেশব্যাপী মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।