ছাতকে চোর সর্দারসহ দু’জন কারাগারে

15

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে গরু চোরের এক সর্দারসহ ৫টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। গরু চুরির ঘটনায় আটক করা হয়েছে হয়েছে দু’জনকে। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সানিয়া গ্রামের মিলন মিয়া (২৭) এর বাড়ী থেকে অভিযান চালিয়ে ২টি গাভীসহ ৫টি চোরাই গরু জব্দ করে থানা পুলিশ। সে উপজেলার একই গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে। ছাতক ও দোয়ারাবাজার থানার যৌথ অভিযানে গরুসহ মিলনকে আটক করা হয়। তাকে গরু চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে একই দিন বিকেলে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের উত্তর কুপিয়া গ্রামের কৃষক আব্দুর রহিমের বাড়ীর ঘোয়াল ঘর থেকে গত শনিবার রাতে ২টি গাভীসহ ৫টি গরু চুরি হয়। গরু চুরির পর আব্দুর রহিম জানতে পারেন, তার চোরাই গরু গুলো দোয়ারাবাজারের সানিয়া গ্রামে আছে।
থানার উপ-পরিদর্শক মহিন উদ্দিন বলেন, গরু চুরির বিষয়টি থানায় জানানোর পর পুলিশ গরুসহ মিলন মিয়াকে নিজ বাড়ী থেকে আটক করে। এই ঘটনায় আব্দুর রহিম বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর মিলন মিয়াকে গরু চুরির মামলায় গ্রেফতার দেখানো হয়।
এদিকে, শনিবার মধ্যরাতে পুলিশের অপর অভিযানে গরু চোরের সর্দার আরিফ উল্লাহ (৫৫) নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নানশ্রী (এলঙ্গি) গ্রামের মৃত আজিদ উল্লাহর ছেলে। গরু চোর সর্দার আরিফ উল্লাহকে গ্রেফতারের পর এলাকায় স্বস্থি ফিরে এসেছে। থানার উপ- পরিদর্শক শাহিন হোসেন বলেন, চোর সর্দার আরিফ উল্লাহর বিরুদ্ধে ছাতক, জগন্নাথপুর, শান্তিগঞ্জ, নবীগঞ্জ ও হবিগঞ্জে গরু চুরির একাধিক মামলা রয়েছে।
সোমবার দুপুরে গরু চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।