করোনায় ২৪ ঘন্টায় সিলেটে ৪১৯ জন শনাক্ত, একজনের মৃত্যু

4

স্টাফ রিপোর্টার :
সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অরো ১ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা ৪১৯ জন। প্রাণঘাতি ভাইরাসটির তৃতীয় ঢেউ যেন আবার কাবু করে ফেলছে সিলেট অঞ্চলকে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রবিবার ৩০ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নমুনা ১৪৯৯ পরীক্ষায় ৪১৯ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। শনাক্তের হার ২৭.৯৫%। শনাক্তদের মধ্যে সিলেটের ২১৮ জন, সুনামগঞ্জের ৫৬ জন, হবিগঞ্জের ৬৯ জন, মৌলভীবাজারের ৫৭ জন রয়েছেন। গত ২৪ ঘন্টায় বিভাগে মারা যান ১ জন, যিনি সিলেটের বাসিন্দা। সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ জন করোনা রোগী ও সুস্থ হয়েছেন ১৩৬ জন। শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা মোট ৬২ হাজার ১৫৬ জন। আর মারা গেছেন ১১৯৭ জন এবং সুস্থ হয়ে ওঠেছেন ৫১ হাজার ২৬৯ জন, হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭৬৯৬ জন।