জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে পুলিশ দেখে ভয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে পানিতে তলিয়ে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গত ১৯ জানুয়ারি জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকার জেটি ঘাটে পুলিশ দেখে ভয়ে স্থানীয় কুশিয়ারা নদীতে ঝাঁপিয়ে পড়েন জুয়াড়িরা। এ সময় অন্যরা সাঁতার কেটে পাড়ে উঠলেও স্থানীয় গন্ধর্বপুর গ্রামের মৃত আরফান উল্লার ছেলে তাজ উদ্দিন (৬০) পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে যান। ঘটনার ৩ দিন পর ২১ জানুয়ারি শুক্রবার হতভাগ্য তাজ উদ্দিনের মৃতদেহ পানিতে ভেসে উঠে। খবর পেয়ে থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ সময় তাকে দেখতে নদী পাড়ে ভীড় জমান ও বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় ক্ষুব্দ জনতা। ক্ষুব্ধ জনতাদের মধ্যে অনেকে জানান, পুলিশের ধাওয়া খেয়ে নদীতে পড়ে তাজ উদ্দিনের মৃত্যু হয়েছে। তবে জগন্নাথপুর থানার এসআই জিন্নাতুল ইসলাম জানান, পুলিশের ধাওয়া খেয়ে নয়, পুলিশ দেখে ভয়ে জুয়াড়িরা নদীতে ঝাঁপিয়ে পড়েন।