অনুভবে তুমি :
তোকে কখনো দুহাত দিয়ে ছুঁয়ে দেখা হয় নি,
সাঁঝের রাঙা গোধূলি,
অথবা মিষ্টি সকালে কোথাও একসাথে বসে
চায়ের কাপে চুমুক দেওয়া হয় নি।
তোর বুকের কোণে মুখ লুকিয়ে,
তোর বুকের শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা হয় নি।
তোর চোখে চোখ রেখে,
কখনো ভালোবাসি বলা হয় নি।
হাতে হাত রেখে কোনো পুকুর,
কিংবা নদীর তীরে বসে গল্পে মেতে থাকা হয় নি।
রাতের অন্ধকারে একসাথে দাঁড়িয়ে,
চাঁদ তারাদের খেলা দেখা হয় নি।
অন্য প্রেমিকদের মতো রিকশায় গা ঘেঁষে বসে,
শহরের অলিগলি ঘুরে দেখা হয় নি।
তবুও কেন জানি মনে হয়,
সবসময় তুই আমার খুব নিকটেই থাকিস।
তোকে অনুভব করি প্রতিটিদিন,প্রতিটিক্ষণ,
প্রতিটি মুহূর্তেই মনে হয় আমায় ডাকিস।
সকাল নেই সন্ধ্যা নেই,
তোর ছবিটাই শুধু হৃদয়ের অ্যালবামে ভাসে।
ঠিক কেন এমন হয় জানি না,
না চাইলেও তোকেই বারবার মনে পড়ে,
তোর নামে অযোথাই অশ্রু ঝড়ে।
হয়তোবা এটাকেই বলে ভালোবাসা,
আর নয়তোবা মায়া নামক কেবলই এক কুয়াশা।