শান্তনু দত্ত সন্তু’র মমতাময়ী মাতার মৃত্যুতে মহানগর আওয়ামী লীগের শোক

8

সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সন্মানিত সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু’র মমতাময়ী মাতা শেফালী দত্ত মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সোমবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টায় স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুকালে তিনি ছেলে, মেয়ে, নাতি-নাতনি,পরিবার-পরিজন
সহ অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন। উল্লেখ, সোমবার সকালে প্রায় ১১টার সময় চালিবন্দর মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি