বরইকান্দি ২৮নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ১ম দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

20
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দক্ষিণ সুরমাস্থ বরইকান্দি রায়েরগ্রাম নবগঠিত ২৮নং ওয়ার্ড যুব সমাজের আয়োজিত ১ম দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা: আরমান আহমদ শিপলু।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: আরমান আহমদ শিপলু বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমৃদ্ধ ক্রীড়াঙ্গনের স্বপ্ন দেখেছিলেন। তাঁর সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় দেশের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ ও সম্প্রসারিত হয়েছে। ক্রীড়াঙ্গনে সাফল্যের ধারা অব্যাহত রাখতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে। আমাদের লক্ষ্য ক্রীড়াক্ষেত্রে সারা বিশ্বে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে, অসামান্য গৌরব বয়ে আনবে।’
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শনিবার (১৫ জানুয়ারি) রাতে নগরীর দক্ষিণ সুরমাস্থ বরইকান্দি রায়েরগ্রাম নবগঠিত ২৮নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ও যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী মোহাম্মদ নজরুল ইসলাম নাজ এর সার্বিক সহযোগীতায় ১ম দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
২নং বরইকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার আতাউর রহমানের সভাপতিত্বে ও সিলেট জেলা ধারভাষ্য সংস্থার সহ-সভাপতি আব্দুল আহার এর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন প্রজন্ম স্পোর্টস এন্ড কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েমন এর সাবেক সাধারণ সম্পাদক রোটারিয়ান নিজাম আল-দ্বীন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুন্দরবন কমিউনিটি সেন্টারের ডিরেক্টর মহসিন আহমেদ, ইরফান স্পোর্টস এর স্বত্ত্বাধিকারী নাসির উদ্দিন, বরইকান্দি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সুমন, কার্গো সিলেটের ম্যানেজার জে.এম.জি সেলিম আহমেদ, ইয়ং ফ্লাওয়ার ক্লাবের সভাপতি জসীম উদ্দিন শিমুল, সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমেদ।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কামুশানা জামে মসজিদের মোতাওয়াল্লী মুজাহিদুল ইসলাম, সিলেট মহানগর তাঁতী লীগের শিল্প ও বানিজ্য সম্পাদক কাজী মুহিবুর রহমামন সুমন, ব্যাটমিন্টন কোচ শিব্বীর আহমদ, ১৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সলমান আহমদ, ১৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, মো: ফখরুল ইসলাম, হাবলু দা। খেলা পরিচালনা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন জামিল হোসেন, জুবেল হোসেন, রকি দাস, কানুম আহমদ, আরাফাত আহমদ, ওহি আহমদ প্রমুখ। উদ্বোধনী খেলায় কাজিরখলা রাহেল জুটি ও শিবগঞ্জ রিশান জুটি মোকাবেলা করে। বিজ্ঞপ্তি