চেঙ্গেরখালে ধরা পড়লো ৪৫ কেজি ওজনের বোয়াল মাছ

3

স্টাফ রিপোর্টার :
সদর উপজেলার বাধাঘাট এলাকায় এক স্থানীয় মৎসজীবীদের জালে লম্বায় ৪ ফুট একটি বোয়াল মাছ ধরা পড়েছে। বুধবার (১২ জানুয়ারি) সকালে জালে আটকা এই বোয়লেটির ওজন ছিলো ৪৫ কেজি।
পরে মাছটি বিক্রির জন্য জেলেরা সদর উপজেলার টুকেরবাজারে মৎস্য আড়তে নিয়ে যান। সেখানে নিলামে ৩০ হাজার টাকা দিয়ে বোয়ালটি কিনে নেন লালবাজার আড়তের ব্যবসায়ী মো. ইব্রাহিম আলী। ব্যবসায়ী মো. ইব্রাহিম আলী জানান, তিনি মাছটি নগরীর বন্দরবাজারস্থ লালবাজারে বিক্রির জন্য কিনেছেন।
জানা গেছে, বুধবার সকালে জাল নিয়ে সদর উপজেলার চেঙেরখাল নদীতে মাছ শিকারে যান স্থানীয় এক মৎসজীবী। সকালের দিকে জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখেন বড় একটি বোয়াল মাছ। তাৎক্ষণিকভাবে মাছটি বিক্রির জন্য তিনি সদর উপজেলার টুকের বাজারে মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে মাছটি দেখতে উৎসক জনতা ভিড় জামান। বর্তমানে মাছটির দাম হাঁকানো হচ্ছে ৩৫ হাজার টাকা।
সরেজমিনে দেখা যায়, বিশালাকারের বোয়াল মাছটি দেখতে লোকজন বাজারে ভিড় করছেন। অনেকে মাছটি একবার ছুঁয়েও দেখছেন।