সিলেট চেম্বারের নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্যবৃন্দের সাথে মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

10

১২ জানুয়ারি বুধবার চেম্বার কার্যালয়ে সিলেট চেম্বার এর নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্যবৃন্দের সাথে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন ও অন্যান্য নেতৃবৃন্দ সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ ও সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ-কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, নবনির্বাচিত সভাপতি ও পরিচালনা পরিষদের কর্মতৎপরতায় সিলেট চেম্বার অব কমার্স সিলেটের সার্বিক ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও ব্যবসায়ীদের দাবী দাওয়া আদায়ে সক্ষম হবে। তারা ট্রেড লাইসেন্স ফি হ্রাসকরণ এবং ভ্যাট, ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং এসব সমস্যা নিরসনে সিলেট চেম্বারের সহযোগিতা কামনা করেন।
সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ তাকে ও নবনির্বাচিত পরিচালনা পরিষদকে অভিনন্দন জানানোর জন্য মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি সিলেটের ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং ব্যবসায়ীদের সমস্যাবলী নিরসনে সংশ্লিষ্ট বিভাগ সমূহের আলোচনাক্রমে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এছাড়াও তিনি সিলেট চেম্বারের কার্যক্রমে ব্যবসায়ী নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সিলেট চেম্বারের নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্যগণকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি মোহাম্মদ আনিস, ফুয়াদ বিন রশীদ, আব্দুল মুনিম মল্লিক, সাধারণ সম্পাদক নাজমুল হক, সহ সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম, আব্দুল হাদী পাবেল, সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী, হযরত শাহজালাল (রহ.) দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান দুদু, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের কার্যকারী কমিটির সদস্যবৃন্দ, সিলেটের বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ মোঃ জাকারিয়া ইমরুল, মোঃ শিপন খান, মোঃ সিরাজ উদ্দিন, মনোয়ার হোসেন মুন্না, সাহেদ আহমদ, বিপ্লব এষ ও অন্যান্য নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি