সুরমা নদীতে ধরা পড়লো ১২০ কেজি ওজনের বাঘাইড় মাছ

5

স্টাফ রিপোর্টার :
সিলেটের সুরমা নদীতে ধরা পড়েছে ১২০ কেজি ওজনের বিশাল একটি বাঘাইড় মাছ। গতকাল বুধবার এই মাছটি বিক্রির জন্য নগরীর লালবাজারে নিয়ে আসেন এক বিক্রেতা। এই মাছটির দাম হাঁকা হয়েছে দেড় লাখ টাকা। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত এটি বিক্রি করা যায়নি। বিক্রি না হলেও বিশাল এই মাছটি দেখতে অনেকেই লালবাজারে ভিড় করেন। রাতের মধ্যে এটি বিক্রি না হলে বৃহস্পতিবার মাছটি টুকরো করে বিক্রি করা হবে বলে জানিয়েছেন বিক্রেতা মো. বেলাল মিয়া। মো. বেলাল মিয়া বুধবার সকাল বিশাল আকৃতির এই বাঘাইড় মাছটি বিক্রির জন্য লালবাজারে নিয়ে আসেন।
বেলাল মিয়া জানান, এই মাছটি মঙ্গলবার রাতে সুরমা নদীতে এক জেলের জালে ধরা পড়ে। সেই জেলের কাছ থেকে ৮৫ হাজার টাকা কিনে বিক্রির জন্য তিনি লালবাজারে নিয়ে এসেছেন।
বেলাল মিয়া বলেন, মাছটি বিক্রি করতে না পারলে আজ সকালে কেটে বিক্রি করবো। কেটে বিক্রি করলে প্রতি কেজি ১৮শ’ থেকে ২ হাজার টাকায় বিক্রি করা হবে বলে জানান বেলাল।