পরিবহন চালক ও হেলপারদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ট্রাফিক পুলিশের আয়োজনে মঙ্গলবার (২১ নভেম্বর) সুরমা মার্কেটস্থ কীন ব্রীজ এর নিচে অনুষ্ঠিত হয়।
এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) নিকুলিন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এসএমপি উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) তোফায়েল আহমদ।
এসি পলাশ রঞ্জন দে’র পরিচালনায় বক্তব্য রাখেন সুদীপ রায়, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল হোসেন, টিআই আশিকুর রহমান, বদিউল আলম চৌধুরী, হাবিবুর রহমান, মো. হানিফ মিয়া, সার্জেন্ট আবু বক্কর শাওন, দৈনিক যুগভেরীর স্টাফ ফটো সাংবাদিক মনিরুজ্জামান রনি, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যন শ্রমিক ইউনিয়ন ২১৫৯ এর সভাপতি দিলু মিয়া, কার্যকরী সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি মো. হাসমত আলী হাসু প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিবহন শ্রমিকরা দেশের একটি বড় সম্পদ। তাদের গাড়ী চালানোর দক্ষতায় অনেক মানুষের জীবন সুরক্ষিত থাকে। তাই চালকরা সর্বক্ষণ সুশৃঙ্খলভাবে ট্রাফিক আইন মেনে গাড়ী চালাবেন। গাড়ী চালানোর পূর্বে গাড়ির যাবতীয় কাগজপত্র ও গাজীর যন্ত্রাংশের দিকে সর্বক্ষণ নজর রাখবেন। মোবাইল ফোন ব্যবহার বন্ধ ও চোখে ঘুম নিয়ে গাড়ি না চালানোর নির্দেশ প্রদান করেন। বিজ্ঞপ্তি