সেবার মানসিকতা নিয়ে কাজ করলে দুস্থ অসহায় মানুষের কল্যাণ করা যায় – আব্দুর রহমান জামিল

5
রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের উদ্যোগে দুস্থ অসহায় মানুষদের মধ্যে কম্বল বিতরণ করছেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল।

রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের উদ্যোগে নগরীতে ৩শতাধিক পরিবারের মধ্যে কম্বল বিতরন করা হয়েছে। ২ জানুয়ারি শনিবার সকালে নগরীর চৌহাট্টাস্থ রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান খোকন, সোয়েব আহমদ, রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মোহিজুল ইসলাম চৌধুরী, জীবন সদস্য আব্দুল বাতিন ফয়সল, সাবেক যুব প্রধান মো: নাজিম খান, যুব রেডক্রিসেন্ট এর বিভাগীয় প্রধান বদরুল আজাদ শুভ, উপ প্রধান সুমেল চৌধুরী, অফিস কর্মকর্তা পার্থ সারথি দাস প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল বলেন শীতার্ত অসহায় মানুষ এ সমাজের অংশ। সেবার মানসিকতা নিয়ে কাজ করলে দুস্থ অসহায় মানুষের কল্যাণ করা যায়। তিনি সমাজের সর্বস্তরের মানুষকে যার যার অবস্থান থেকে দুস্থ অসহায় মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি