অধ্যাপক ডা. এম. এ. রকিব ছিলেন মানব সেবায় মুকুটহীন সম্রাট – অধ্যাপক ডাঃ এম. এ. আহবাব

16
সিলেট ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. এম এ রকিব এর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে সিলেট ডায়াবেটিক সমিতি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম এ আহবাব।

একটি প্রবন্ধ পাঠের মাধ্যমে যিনি হাসপাতাল গড়ে তুলতে পারেন তার তুলনা অতুলনীয়। শ্রদ্ধেও রকিব স্যার ছিলেন আমার শিক্ষক। তিনি শিক্ষা জীবনে ছিলেন মেধাবী ছাত্র। উঁনার মেধা আর প্রজ্ঞার বলয়ে তৈরী আজকের এ সিলেট ডায়াবেটিক হাসপাতাল; যেখানে সিলেট অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ স্বল্প মূল্যে ও অবস্থা বিবেচনায় বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। নীরব ঘাতক রোগ ডায়াবেটিসের হাত থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে সিলেট অঞ্চলের মানুষের একমাত্র ভরসাস্থল এর স্থপতি ছিলেন মানুষ গড়ার কারিগর। জনকল্যাণে ব্রত মহান এ ব্যক্তি ছিলেন মানব সেবায় মুকুটহীন সম্রাট।
সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, সিলেট ডায়াবেটিক সমিতি ও সিলেট হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট চিকিৎসা ব্যক্তিত্ব, সমাজসেবী, শিক্ষানুরাগী অধ্যাপক ডা. এম. এ. রকিব এর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে সিলেট ডায়াবেটিক সমিতি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্য প্রদানকালে সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব উপরোক্ত কথাগুলো বলেন।
রবিবার সিলেট ডায়াবেটিক সমিতির সভাকক্ষে সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ললিত মোহন নাথ এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট কালেক্টরেট মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা মোঃ শাহ আলম।
স্বাগত বক্তব্যে হাসপাতালের সুপারিনটেডেন্ট ডা. আলাউদ্দিন আহমেদ স্মৃতিচারণ করে বলেন, অধ্যাপক ডা. এম. এ. রকিব স্যারের ব্যাপারে বলে শেষ করা যাবে না, জনকল্যাণমূলক কাজে উঁনার অংশ গ্রহণ ছিলো প্রশংসনীয়। উঁনার হাত ধরেই অনেক রোগের সফল চিকিৎসা সম্পন্ন হয়েছে।
সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ তার বক্তব্যে বলেন, জনকল্যাণের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ। সিলেট ডায়াবেটিক হাসপাতাল তারই একটা অংশ। তিনি সিলেট ডায়াবেটিক হাসপাতালকে বুকে ধারন করতেন সন্তানের মতো। যেহেতু উঁনার এ সন্তানের সুষ্ঠু পরিচালনার দায়ভার এখন আমাদের হাতে, তাই তাঁর এ সন্তানের উজ্জল ভবিষ্যত গড়ার লক্ষ্যে অধ্যাপক ডা. এম. এ. রকিবের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গরীব রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমাদের সার্বিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের মাধ্যমে রকিব স্যারের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। সিলেট ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণকারী সকল রোগীদের প্রতি উদ্দেশ্য করে বলেন, আপনারা সব সময় রকিব স্যারের জন্য দোয়া করবেন, কারণ উনার বদৌলতেই আজ আপনারা এখানে স্বল্পমূল্যে ডায়াবেটিকসহ অন্যান্য রোগের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছেন।
সভায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি অধ্যাপক ডা. আজিজুর রহমান, যুগ্ম-কোষাধ্যক্ষ শিবব্রত চন্দন ভৌমিক, কার্যকরী কমিটির সদস্য ডা. এম. এ. সালাম, জামিল আহমদ, ডা. শিব্বির আহমদ শিবলী, নাজনীন হোসেন এবং অধ্যাপক ডা. এম. এ. রকিবের একমাত্র পুত্র সন্তান তানভীর ইবনে রকিব। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের চিকিৎসকবৃন্দ যথাক্রমে ডা. এ.টি.এম. জাফর, ডা. এ.কে.এম. জিয়াউল হক, ডা. স্বপন কুমার দাস, ডা. নিলুৎপল লস্কর, ডা. প্রণবেন্দু দেব রায়সহ, হাসপাতালের কর্মকর্তা-কার্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন ।
আলোচনা শেষে মরহুম অধ্যাপক ডা. এম. এ. রকিবের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন কালেক্টরেট মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা মোঃ শাহ আলম। বিজ্ঞপ্তি