কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট ৫নং বড়চতুল ইউনিয়নের হারাতৈল মৌজার সরকারি খাস খতিয়ানে অবস্থিত প্রায় ২ একর গোপাট শ্রেনীর ভূমি জবর দখল করে সেখানে মাছ চাষ সহ ফেলুডার মেশিন দিয়ে মাটি কেটে নিয়ে যাওয়া সহ গর্ত খননের অভিযোগ পাওয়া গেছে। সরকারি ভূমি দখল করে মাটি কাটার ঘটনায় খবর পেয়ে গত সোমবার বড়চতুল ভূমি অফিসের তসিলদার আব্দুল অদুদ ঘটনস্থলে গিয়ে সেখান থেকে ফেলুডার দিয়ে মাটি কাটা বন্ধ করে দেন। এর আগে হারাতৈল (বেতু) গ্রামবাসীর পক্ষে মৃত আব্দুল মজিদের ছেলে সামছুদ্দিন গত ১৯ ডিসেম্বর সিলেট এর জেলা প্রশাসক বরাবরে বাদী হয়ে হারাতৈল মৌজার জেএল নং ৬০ খতিয়ান নং-১, দাগ নং-৩৭০২ গোপাট রকম সরকারি ২ একর ভূমি জবর দখল করে সেখানে মাছ চাষ সহ জন সাধারন যাতায়াত ও এলাকার গবাদি পশুর চলাচলে বাধা নিষেধের ঘটনায় গ্রামের ফখরুল ইসলাম, আব্দুল মুছব্বির, দেলোয়ার, সিদ্দেক আলী ও খলিলুর রহমানকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গত সোমবার সরেজমিনে গিয়া দেখা যায় সরকারি গোপাট শ্রেনীর ভূমি গর্ত করে সেখান থেকে বড় একটি ফেলুডার মেশিন দিয়ে মাটি কেটে ট্রাক দিয়ে গ্রামের আব্দুন নূরের নতুন বসত বাড়ী ভরাট করা হচ্ছে। সাথে সাথে বিষয়টি জেনে স্থানীয় ভূমি অফিসের তসিলদার আব্দুল অদুদ ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা বন্ধ করে দেন। অভিযোগের বাদী সামছুদ্দিন সরকারি গোপাট শ্রেনীর ২ একর ভূমি জবর দখলকারীদের হাত থেকে উদ্ধার করে জন সাধারণের যাতায়াত সহ এলাকার মানুষ যাতে করে সেখানে গবাদি পশু চরাতে পারেন এজন্য দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।