রুহুল আমিন রাকিব
বলব কারে কষ্টের কথা
বললে আরো বাড়ে
মুখ বুঝে তাই সব সহে যাই
যদি ধরে ঘাড়ে।
পেটের দায়ে বাড়ি ছেড়ে
বাবা মায়ের মুখ
দিনে রাতে কষ্ট করি
পাইতে একটু সুখ!
রোজ সকালে দল বেঁধে যাই
অফিস পানে ছুটে
অসুস্থতায় পাই না ছুটি
মন্দ কথা জুঠে।
কাজের বেলা ষোলো আনা
নাইতো কোন ছাড়
মাইনে দিতে ছল চাতুরি
সময় করে পার।
গাধার মতো দিনে রাতে
নেয় যে শুধু খেটে
মাসের শেষে,পকেট ফাঁকা
যায়নাতো ভাত পেটে।
দিনে দিনে মালিক পক্ষের
পেটটা হচ্ছে বড়ো
আমরা শ্রমিক বলছি তোদের
একটু দয়া করো।
চাই না তেমন বেশি কিছু
এসি ওলা গাড়ি
কাজের মূল্য চাই যে শুধু
চাই না দালান বাড়ি।
সুস্থ জীবন চাই যে শুধু
চাই যে অধিকার
মালিক শ্রমিক রক্ত যুদ্ধ
চাই না কভু আর।