ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সিলেটে আরো ১৩ আওয়ামী লীগ নেতা বহিস্কার

8

স্টাফ রিপোর্টার :
সিলেটে আরো ১৩ নেতাকে দল থেকে বহিস্কার করেছে সিলেট জেলা আওয়ামী লীগ। দলীয় প্রার্থীর বিরুদ্ধে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলেটের কানাইঘাট উপজেলার এই ১৩ নেতাকে দল থেকে বহিস্কার করা হয়। বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কানাইঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থীদের বিরুদ্ধে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ উপধারা অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিদ্রোহী প্রার্থীকে নিজ নিজ পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে সরাসরি বহিষ্কার করা হয়েছে।
বহিস্কৃত নেতারা হলেন, ৩নং দিঘীরপার পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৩নং দিঘীরপার পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল বাছিত, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ৩নং দিঘীরপার পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন চৌধুরী মুহিন, ৪নং সাতবাঁক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাতবাঁক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুন নুর, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ৬নং কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শামছুদ্দিন বাবুল মহুরী, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ৬নং কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মঞ্জুর আলম, সিলেট মহানগর শ্রমিকলীগের সহ সভাপতি ও ৬নং কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক, ৬নং কানাইঘাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৬নং কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল ইসলাম, ৬নং কানাইঘাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ৬নং কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম, ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল রানা চৌধুরী, ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সােহেল রানা চৌধুরী, ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খালেদ হাসান তারেক, রাজাগঞ্জ ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ও ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফুর রহমান চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন-রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আলীম সাগর।