আল-হেলাল সুনামগঞ্জ থেকে :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-২ নির্বাচনী এলাকা দিরাই শাল্লার সকল আওয়ামী পরিবারগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানালেন স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা। ২৮ জুলাই শনিবার উপজেলা শনিবার মুনামগঞ্জের শাল্লা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবাণ জানান। স্থানীয় গণ মিলনায়তন হলে আওয়ামীলীগের সভাপতি অলিউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেন গুপ্ত এমপির একমাত্র পুত্র সৌমেন সেন গুপ্ত, দিরাই থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, শাল্লা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার মিয়া, বাহাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিন্দ্র চন্দ্র বৈষ্ণব, আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম আজাদ, হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, শাল্লা ইউনিয়নর পরিষদের চেয়ারম্যান জামান চৌধুরী, বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, হবিবপুর ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গনি, উপজেলা আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নওশের মনির, ইউপি সদস্য এলাইছ মিয়া, আওয়ামীলীগ নেতা আজমান গনী, পিযুশ চৌধুরী, বাহাড়া ইউপি আওয়ামীলীগ সভাপতি পিযুশ কান্তি দাস, শাল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুধীর রঞ্জন দাসসহ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথির বক্তৃতায় ড. জয়া সেন গুপ্তা এমপি বলেন, শেখ হাসিনার সরকারকে যারা উৎখাত করতে চায় তারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে তৎপর। এরা দেশের উন্নয়ন চায়না। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ থাকবে, বাংলাদেশের মানুষ বিশে^র বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। কষ্টার্জিত স্বাধীনতা ও গণতন্ত্র আরো প্রাতিষ্ঠানিক রূপ পাবে। তাই দেশকে এগিয়ে নিতে আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকার ও আওয়ামীলীগকে ক্ষমতায় রাখতে নৌকার বিজয়ে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে।