আঞ্চলিক স্কাউটস ফ্রেন্ডশিপ ক্যাম্পের উদ্বোধন করে পরিকল্পনা মন্ত্রী ॥ বিজ্ঞান মনষ্ক উন্নত সুস্থ মনমানসিকতা সম্পন্ন মানুষ হতে হব

10
আঞ্চলিক স্কাউটস ফ্রেন্ডশিপ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
পরিকল্পনা মন্ত্রী এম. এ মান্নান এমপি বলেছেন, বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিবর্তন শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে নিরলস পরিশ্রম ও সঠিক পরিকল্পনায় উন্নয়নের এই পরিবর্তন শুরু হয়েছে। আমাদের যে কোনো ক্ষেত্রে উন্নয়নে জন্য শ্রম, পরিকল্পনা ও নেতৃত্বের প্রয়োজন। সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ আঞ্চলিক স্কাউট কেন্দ্রে “বন্ধুত্ব করি হর্ষে, মুজিব শতবর্ষে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের প্রথম আঞ্চলিক স্কাউটস ফ্রেন্ডশিপ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি। তিনি বলেন, নিজেদের পরিচয় পুনরুদ্ধার হয়েছে, তা সংরক্ষণ করতে হবে। আমাদের সভ্য, বিজ্ঞান মনষ্ক উন্নত সুস্থ মনমানসিকতা সম্পূর্ণ মানুষ হতে হবে। তিনি বলেন, স্কাউটসের মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি হয়। তোমরা আমাদের স্বাধীনতার ফসল। তোমাদের নিয়ে আমরা গর্ববোধ করি। তিনি আরও বলেন, প্রিয় মাতৃভূমিকে সুন্দর রাখতে হবে। সঠিক ইতিহাস সম্পর্কে আমাদের জানতে হবে। সঠিক ইতিহাস পাঠ করা আমাদের মঙ্গলের জন্য, কারোর সঙ্গে বিভেদের জন্য নয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট অঞ্চল স্কাউটসের সভাপতি, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার। আঞ্চলিক উপকমিশনার (স্পেশাল ইভেন্টস) প্রমথ সরকার এলটি এর পরিচালনায় ও সিলেট অঞ্চল স্কাউটসের কমিশনার মোবিন আহমদ জায়গীরদারের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- বাংলাদেশ স্কাউটসের সভাপতি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মূখ্য সচিব প্রধান স্কাউট ব্যক্তিত্ব আবুল কালাম আজাদ, বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (উন্নয়ন) ও সাবেক অতিরিক্ত সচিব আক্তারুজ্জামান জামান খান কবির, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকারিয়া, সিলেট অঞ্চল স্কাউটসের সহ – সভাপতি, ক্যাম্পের সাংগঠনিক কমিটির আহ্বায়ক মনজুর সাফি চৌধুরী এলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সিলেট অঞ্চল স্কাউটসের সহ-সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সত্যজিত রায় দাশ, সিলেট অঞ্চল স্কাউটসের সম্পাদক আব্দুল মুমিত, জেলা স্কাউটসের কমিশনার মামুন আহমদ , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ হারুনর রশীদ চৌধুরী, আঞ্চলিক উপ কমিশনার (গার্লস) স্কাউটস সুষমা সরাজ রুহি, আঞ্চলিক উপকমিশনার( সমাজ উন্নয়ন) মহিউসুন্নাহ চৌধুরী নার্জিস। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন – ক্্যাম্প মিডিয়া কমিটির আহ্বাহক হিফজুর রহমান খান , গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুস চৌধুরী, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক নাজিমুল হক লস্কর, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর।
উল্লেখ্য ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের চৌধুরী বাজারে স আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৫দিন ব্যাপি এই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৯১টি দলের মাধ্যমে শিক্ষক সহ মোট ৯২০ জন অংশ গ্রহণ করেছেন।