স্টাফ রিপোর্টার :
৩ দিনের এক সরকারি সফরে আগামী শুক্রবার সিলেট আসছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ওইদিন তিনি নগরীর কুমারপাড়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে বেলা পৌনে ২টায় চেম্বার অব কমার্সের নব নির্বাচিত কমিটির আয়োজনে মধ্যহ্নভোজে যোগদান করবেন।
শুক্রবার সন্ধ্যা ৭টায় নগরীর হাফিজ কমপ্লেক্সে ২০১৬-১৭ অর্থ বছরে নিজ তহবিল হতে মসজিদ, মন্দির ও ক্লাবে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী। পরদিন শনিবার সকাল ১০টায় নগরীর নাইওরপুল পয়েন্টে সিসিকের উদ্যোগে নবনির্মিত সৌন্দর্য বর্ধন ফোয়ারা ও প্রধানমন্ত্রীর প্রতিশ্র“তিতে সৈয়দ হাজি বুরহান উদ্দিন সড়ক নির্মাণ কাজ, কুইটুকে অবস্থিত আরবার প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস প্রকল্প কর্তৃক বাস্তবায়িত ৩ তলা বিশিষ্ট প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার উদ্বোধন করবেন।
ওইদিন বেলা ১১টায় বাধাঘাটে নির্মিতব্য কারাগার পরিদর্শন শেষে দুপুর ১২টায় সদর উপজেলা চেয়ারম্যানের দফতরে বৈঠকে অংশ নেবেন অর্থমন্ত্রী। পওে বেলা ১টায় হাফিজ কমপ্লেক্সে বিয়ের অনুষ্ঠানে যোগদান করবেন। বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেট সিটি করপোরেশন, গণপূর্ত, বিদ্যুৎ, এলজিইডি, হেলথ, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সড়ক ও সেতু বিভাগের সঙ্গে সিলেটের বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনার জন্য আয়োজিত সভায় যোগ দেবেন। পরদিন সকাল ১০টা ২৫ মিনিটে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন। জেলা প্রশাসনের মাধ্যমে অর্থমন্ত্রীর একান্ত সচিব এসএম জাকারিয়া হক স্বাক্ষরিত সফরসূচিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।