রোটারী ক্লাব অব রিগ্যাল সিটির চার্টার্ড ডে পালন ॥ রোটারিয়ানরা কাজে ও কর্মেকর্তব্যপরায়ণ

55
রোটারী ক্লাব অব সিলেট রিগ্যাল সিটির চার্টার্ড ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক।

যারা রোটারী করে তারা সমাজের প্রতি অনেকটা দায়িত্বশীল। তারা কাজে ও কর্মে অনেকটা কর্তব্যপরায়ণ। রোটারী মানুষকে শুধু স্বপ্ন দেখায় না বাস্তবায়ন করে। তাই একজন রোটারিয়ানের উপর সমাজের অনেক দায়িত্ববোধ তৈরী হয়। শুক্রবার বিকালে নগরীর জেলরোডে একটি হোটেলে রোটারী ক্লাব অব সিলেট রিগ্যাল সিটির চার্টার্ড ডে উপলক্ষে অয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথাগুলো বলেন।
ক্লাব সভাপতি কয়েস আহমদ সুমনের পরিচালনায় ও অনুষ্ঠান কো-অর্ডিনেটর বাংলাদেশ হিউম্যান রাইটর্স জার্নালিস্ট কমিনরে সভাপতি ফয়সল আহমদ বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা.একে মাহবুবুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন পিডিজি ডা. মঞ্জুরুল হক চৌধুরী, ডিস্ট্রিক্ট গভর্ণর ইলেক্ট আতাউর রহমান পীর, রোটারিয়ান এইচএম ফয়সল, আবু ফয়েজ খান চৌধুরী, সৈয়দ আশরাফ আহমদ, কবির উদ্দিন আহমদ, সেলিম খান, জাকির আহমদ চৌধুরী, কফিল উদ্দিন আহমদ, বদরুল আলম চৌধুরী, এডভোকেট হোসাইন আহমদ শিপন আব্দুল আহাদ সুমন, জুবায়ের আহমদ, আব্দুর রহিম, হাবিবুর রহমান শামীম, শাহিদা তালুকদার, ডা. বিপুল ঘোষ, ব্যাংক কর্মকর্তা আরিফ শাহেদ শাহরিয়ার, সুব্রত কুমার দাস, মাহমুদুল হক বাবু, বেনু শর্মা প্রমুখ। বিজ্ঞপ্তি