নিজ দেশ গড়ি :
আজ আছি কাল নেই
এই নিয়ে চলা
যতো কিছু করো নাকো
যতো ছলাকলা।
ধীরে ধীরে মারা যাবে
এক-দুই তিন
মানুষের আনাগোনা
রং তারপিন।
কালো থেকে সাদা হবে
দাঁড়ি মোছ চুল
চামড়াটা ঢিলে হবে
হয় নাতো ভুল।
কুঁজো হবে বাঁকা হবে
হাড়গোড় সব
লুকোচুরি সিনা জুড়ি
যতো করো যব।
জন্মালে মারা যাবে
নিশ্চয়ই ভাবো
হাই তুলে ভাবো শুধু
নেবো আর খাবো।
মৃত্যুর ডাক পেলে
চার পাঁচ ছয
কানাকড়ি যাবে নাকো
খুব নিশ্চয়।
তাই বলি এসো সবে
ভালো কাজ করি
সব্বাই মিলেমিশে
নিজ দেশ গড়ি।