স্টাফ রিপোর্টার :
সিলেট সিটি করেপোরেশনের মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আরিফুল হক চৌধুরীর বাসা ঘেরাও করে রাখে পুলিশ। তিনি বাসা থেকে বের হলে তাকে পুনরায় বাসার ভেতরে নিয়ে যায় পুলিশ। এ সময় তিনি পুলিশকে বার বার অনুরোধ করলেও তার বাহির হওয়ার বিষয়ে নিষেধ আছে বলে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান। বৃহস্পতিবার সকাল থেকে মেয়র আরিফের বাড়ি ঘেরাও করে রাখে পুলিশ। রায় ঘোষণার আগে তিনি দুপুর দেড়টার দিকে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
এ ব্যাপারে মেয়র আরিফ বলেন, আমরা স্বাধীনভাবে চলতেও পারছি না। সকাল থেকে আমার বাসার আশপাশ ঘেরাও করে রেখেছে পুলিশ। দলের চেয়ারপারসনের রায় ঘোষণার আগে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ আবার ফিরিয়ে দেয়। এটা গণতন্ত্রের জন্য কোনোভাবেই শুভ লক্ষণ নয়।
মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব (গণমাধ্যম) বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মেয়র মহোদয়কে বাসা থেকে বের হতে দেয়নি। তাকে নিরাপত্তা দেওয়ার জন্যই পুলিশ তার বাসার সামনে অবস্থান করে।