তাহিরপুরে হাওরে হাওরে বোরো ধান রোপণ শুরু

6
তাহিরপুরের শনির হাওরে বোরো ধান রোপণে ব্যস্ত কৃষকরা।

বাবরুল হাসান বাবলু তাহিরপুর থেকে :
তাহিরপুরে বোরো ধান রোপণ মৌসুম শুরু। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে বোরো ধান রোপণ শেষ হবে। এমনটাই জানালেন বিভিন্ন হাওরের একাধিক কৃষক। উপজেলার ২৩টি হাওরে বোরো ধান রোপণ কার্যক্রম শুরু হয়েছে। মাটিয়ান হাওর সহ অপেক্ষাকৃত উঁচু হাওর গুলো থেকে পানি নিষ্কাশন দ্রুত হওয়ায় ইতিমধ্যে সে সমস্ত হাওরে ৩০ থেকে /৩৫ ভাগ বোরো ফসলি জমি রোপণ সম্পন্ন হয়েছে। অপেক্ষাকৃত নিচু হাওরগুলো থেকেও দ্রুত পানি নামছে। সেই সাথে হাওরে হাওরে কৃষকরাও ব্যস্ত রয়েছেন বোরো ধান রোপণে।
শনিবার সকালে শনির হাওরে বোরো ফসলি জমিতে গিয়ে দেখা যায়, কৃষকগণ ব্যস্ত রয়েছেন তাদের জমি রোপণে। সে সময় কথা হয় মধ্য তাহিরপুর গ্রামের কৃষক ফখর উদ্দিন এর সাথে তিনি জানান, এবার তিনি ৬০ কেয়ার ( ৩ কেয়ার সমান ১ একর) জমিতে বোরো ধান চাষাবাদ করবেন। ইতি মধ্যে তিনি ১৬ কেয়ার জমি রোপণ কাজ শেষ করছেন।
সে সময় কথা হয় অপর এক কৃষক আল আমিন এর সাথে তিনি জানান, এবার যথা সময়ে বোরো ধান রোপণ শুরু হয়েছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই শনির হাওর সহ সব কটি হারে বোরো ধান রোপণ শেষ হবে।
জানা যায়, গত বছর উপজেলায় ৬ শ ৯৫ হেক্টর জমিতে বোরো ধানের বীজতলা তৈরী করা হয়েছিল। চলতি বছর ৭’শ ১৫ হেক্টর জমিতে বোরো ধানের বীজ তলা তৈরী হয়েছে। ফলে এবার বিগত বছরের তুলনায় বোরো ধানের আবাদ কিছুটা বাড়বে হাওরে হাওরে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, তাহিরপুরে ১৮ হাজার হেক্টরের বেশি জমিতে বোরো ধান চাষাবাদ করা হয়। উপজেলার ৭ ইউনিয়নে ৩টি ছোট বড় হাওরে কৃষকগণ ইরি বোরো ধান চাষাবাদ করেন। তন্মধ্যে উপজেলা বৃহৎ হাওর শনির, মাটিয়ান, আঙ্গাউলি, ফানা, বলদা ও সমসা হাওরেই বেশী পরিমাণে বোরো ধান চাষাবাদ হয়। তাছাড়া অন্যান্য হাওরে গুলোতে সামান্য পরিমাণে বোরো ধান চাষাবাদ করেন কৃষক।
চলতি বছর এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে রয়েছে। বোরো ধান কাটা মৌসুম পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে কৃষকদের ধারণা।
মাটিয়ান হাওর পার, রতনশ্রী গ্রামের কৃষক বশির আহামেদ, তিনি জানান, মাটিয়ান হাওরের উত্তর দিকের অবস্থান উঁচু থাকায় কাউকান্দি, কামারকান্দি, বড়দল, জামলাবাজ সহ অধিকাংশ গ্রামের কৃষকদের বোরো ধান রোপণ প্রায় শেষ পর্যায়ে। ১০/১৫ দিনের হাওরের দক্ষিণ দিকের (আমাদের ) জমি রোপণও শেষ হয়ে যাবে।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা বলেন, বোরো ধান রোপণ মৌসুম শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে রয়েছে। আগামী ১৫/২০ দিনের মধ্যে সব কটি হাওরে বোরো ধান রোপণ প্রায় শেষ হয়ে যাবে। ধান কাটা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে ফলন লক্ষ্য মাত্র ছাড়িয়ে যাবে।