বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জাতি হিসেবে আমরা সাহসী ও চির সংগ্রামী। ইতিহাসের প্রতিটি স্তরে আমাদের রয়েছে বিজয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন এবং মহান স্বাধীনতা অর্জন আমাদের সোনালী অর্জন। জাতির বীর সন্তানেরা একটি স্বাধীন দেশ, সুরক্ষিত সীমানা ও লাল সবুজের একটি পতাকার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। শহীদের রক্তে এই ভূমি উর্বর হয়েছে। দুঃখজনক হলেও সত্য স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এসেও আমরা স্বাধীনতার পুরো স্বাদ থেকে বঞ্চিত। রাষ্ট্র কর্তৃক মানুষের শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার কথা থাকলেও সমাজের সকল স্তরে আজ বৈষম্য। মুমূর্ষু কেউ হাসপাতালের বেডে জায়গা না পেয়ে ফ্লোরে শুয়েও চিকিৎসা পায়না। আবার কেউ সামান্য অসুস্থ হলে পুরো চিকিৎসা ব্যবস্থাকে নিজের মত করে নিয়ে যেতে পারে। কেউ খেতে পারেনা আর কেউ দুর্নীতি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে। কেউ বিচারের নামে অপরাধী না হয়েও জুলুম নিপীড়নের শিকার হচ্ছে। আবার কেউ অপরাধী হয়েও রাজার মত পরিচালিত হচ্ছে। এমন বাংলাদেশ আমাদের শহীদদের স্বপ্নের বাংলাদেশ নয়। বৈষম্য মুক্ত সকল নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য। কিন্তু আমরা তা থেকে বঞ্চিত। এভাবে কোন রাষ্ট্র চলতে পারেনা।
তিনি বৃহস্পতিবার স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মহান বিজয় দিবস উপলক্ষে নগরীর দক্ষিণ সুরমা গালিমপুর এলাকায় সিলেট মহানগর জামায়াত আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফজলুর রহমান। দিনব্যাপী অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে কয়েকটি বিশেষজ্ঞ চিকিৎসক টীমের তত্ত্বাবধানে শতাধিক অসহায় অসুস্থ মানুষকে ব্যবস্থাপত্রের পাশাপাশি বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। এ সময় স্থানীয় জামায়াত নেতাকর্মী ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি