গোয়াইনঘাটে কাবাডি প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন

7

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মহান বিজয় দিবস-২০২১ কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা সম্পন্ন করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে কাবাডি প্রতিযোগীতার এ ফাইনাল খেলা সম্পন্ন হয়। গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ফজলুল হকের সভাপতিত্বে এবং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, রুস্তুমপুর কলেজের অধ্যক্ষ কামরুল আহমদ শেরগুল, হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সরোয়ারদী হোসেন, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সুবাস দাস, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া রাসেল, ক্রীড়ানুরাগী মারুফুল হাসান মারুফ, মোশাররফ হোসেন মাসুম প্রমুখ।