কে.এম লিমন গোয়াইনঘাট থেকে :
গোয়াইনঘাট উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র বিছনাকান্দিতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই কিশোরের।
নিহত দুই কিশোর সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের গোয়াইপাড়া মল্লিকা আবাসিক এলাকার বাসিন্দা আলী হোসেনের ছেলে রুমেল মিয়া (১৬) এবং পান্নু মিয়ার ছেলে সাগর আহমেদ (১৮)।
স্থানীয় রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন শিহাব শিহাব ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদের পরদিন বৃহস্পতিবার বন্ধুদের নিয়ে বিছানাকান্দি ভ্রমণের উদ্দেশ্যে রওয়ানা দেয় গোয়াইপাড়ার মল্লিকা আবাসিক এলাকার ৮-১০ কিশোর। এদিন তারা বিছনাকান্দি ভ্রমণ শেষে পর্যটন এলাকা সংলগ্ন স্থানীয় টেকনাগুল গ্রামে এক আত্মীয়ের বাড়িতে রাত্রিযাপন করে।
বেড়ানোর শেষে শুক্রবার দুপুরে খাওয়া দাওয়ার পর তারা আত্মীয় বাড়ি থেকে পুণরায় সিলেট শহরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথে টেকনাগুল গ্রামের একটা খাল পাড় হওয়ার জন্য তারা খেয়া নৌকায় উঠে। এ সময় তাদের নৌকাটি ডুবে গেলে অন্যরা সাঁতরে পাড়ে উঠলেও সাঁতার না জানায় রুমেল ও সাগর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুমেল ও সাগরকে মৃত ঘোষণা করেন।
নৌকা ডুবিতে দুই কিশোর নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি পরিমল চন্দ্র দেব।