স্টাফ রিপোর্টার :
সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নুরুল বক্স (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হন মোটরসাইকেলে চালকের আসনে থাকা তার চাচাতো ভাই বিরাই বখতের পুত্র সাহেল বক্স (২০)।
বৃহস্পতিবার ৯ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে লালাবাজার-রশিদপুরের মধ্যবর্তী আলীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নুরুল বক্স দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের টিলাপাড়া গ্রামের মৃত আকমল বক্সের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে সিএনজি চালিত অটোরিক্সার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের পেছনের সিটে বসা নুরুল বক্স রাস্তায় ছিটকে পড়ে দ্রুতগামী ট্রাকের নিচে পিষ্ট হন। এ সময় ঘটনায় আহত হন চালক সাহেল বক্স।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের লাশ ওসমানী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়। শুক্রবার ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।
এদিকে, নিহত নুরুল বখতের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার ১০ ডিসেম্বর বাদ আসর দক্ষিণ সুরমার সিলাম পঞ্চায়েতি গোরস্থানের মাঠে জানাযা শেষে তাকে দাফন করা হয়। জানাযায় ইমামতি করেন মরহুমের ছোট ভাই জগলুল বখত।
জানাযায় সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, নবনির্বাচিত চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, সাবেক প্যানেল চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, বিএনপি নেতা তাজরুল ইসলাম তাজুল, মনিরুল ইসলাম তুরণ, সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলামসহ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন।