কানাইঘাটে লোভা ছড়ায় মৃত্যুর ফাঁদ সৃষ্টির হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন ——- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

38

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রিয় সভাপতি নাসির উদ্দিন এডভোকেট, স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ এডভোকেট এক বিবৃতিতে কানাইঘাটের লোভা ছড়ার বাংলা টিলা এলাকায় পাথর খুড়তে গিয়ে ৫ কিশোর সহ ৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে বলেন, সরকার ঘোষিত লোভা ছড়ায় পাথর কোয়ারী স্ক্যাচ ম্যাপের ভিতরে বর্তমানে কোন পাথর নেই। ভূমি দস্যু ও পাথর সন্ত্রাসীরা অবৈধ পন্থায় পাথর উত্তোলনে বর্তমানে পাহাড় টিলা ও বাগিচা, চা বাগান, লোভা নদী উভয় সাইড ও বিভিন্ন গ্রামের বসত বাড়ির মাটির নীচে স্থানীয় ভাবে সরকারী ও বেসরকারী মালিকানাধীন ভূমিতে মাটির নীচে কোটি কোটি ঘন ফুট পাথর আছে। পাহাড়, পাথর সহ খনিজ সম্পদ হচ্ছে অমূল্য সম্পদ। ’৯০ দশকের পর থেকে পালাক্রমে তৎকালীন ক্ষমতাসীনরা নৈসর্গিক লীলা ভূমি পাহাড় কন্যা জাফলং, বিছনাকান্দি সহ অত্র অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের মহোৎসব চলছে। গণতন্ত্রের দাবীদার গডফাদার ও গডমাদারদের ছত্র ছায়ায় নৈসর্গিক লীলা ভূমির পরিবেশ বিপন্ন। পরিবেশবাদী সংগঠক ও সংস্থাগুলো এবং সংশ্লিষ্ট প্রশাসন এ ব্যাপারে একেবারে নির্বিকার।
জানা যায়, লোভা ছড়ায় অবৈধভাবে পাথর উত্তোলনের সাথে ক্ষমতাসীন কিছু নেতা, কিছু ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে লাইন খরচের নামে প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ আদায় করে যাচ্ছে। জনগণ ও রাষ্ট্র এই অঞ্চল থেকে প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকা প্রতি মাসে রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। নেতৃবৃন্দ কানাইঘাটে লোভা ছড়ায় মৃত্যুর ফাঁদ সৃষ্টির হোতাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে এই মর্মান্তিক মৃত্যুতে নিহতের প্রতি গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি