মৌলভীবাজারে সাবেক নির্বাচন কমিশনার ও সচিব ছহুল হোসাইন ॥ নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে ডা. সিকান্দার-সবতেরা বালিকা উচ্চ বিদ্যালয়

11
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের করিমপুর নয়াটিলায় ডা. সিকান্দার-সবতেরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত করছেন সাবেক নির্বাচন কমিশনার ও আইন মন্ত্রণালয়ের সাবেক সচিব মুহাম্মদ ছহুল হোসাইন।

বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক নির্বাচন কমিশনার ও আইন মন্ত্রণালয়ের সাবেক সচিব মুহাম্মদ ছহুল হোসাইন বলেছেন, নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে ডা. সিকান্দার-সবতেরা বালিকা উচ্চ বিদ্যালয়। এই অঞ্চলের মেয়েদের মেধাবী হিসেবে গড়ে তুলতে বিদ্যাপিঠটি সবার সহযোগিতায় এগিয়ে যাবে। আলোকিত মানুষ সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠানটি হবে সমগ্র দেশের মধ্যে সুনামী প্রতিষ্ঠান। এই বিদ্যালয় থেকে মেয়েরা শিক্ষা জীবন শেষ করে আলো ছড়াবে সমগ্র বিশ্বে। তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শাখাওয়াত আলী ও ডা. মিতা চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি সোমবার (৬ ডিসেম্বর) মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের করিমপুর নয়াটিলায় এই অঞ্চলের প্রথম বালিকা উচ্চ বিদ্যালয় ডা. সিকান্দার-সবতেরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, নিউইয়র্ক স্ট্যাট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শাখাওয়াত আলী সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নিউইয়র্ক মাউন্ট সিনাই হসপিটালের বিশিষ্ট চিকিৎসক ডা. মিতা চৌধুরী।
বক্তব্য রাখনে মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন, মৌলভীবাজার সরকারী বালিকা কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মানিক, রাজনগর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ জিলাল উদ্দিন, সিলেট সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক আব্দুর রফিক, আব্বাস আলী, রাহেল হোসেন, আবু বক্কর, আব্দুর করিম, রাজনগরের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম, বরকতুজ্জামান, শেখ শাহানারা রুবি, আব্দুল কালাম, ডা. আব্দুল জলিল, আয়েশা চৌধুরী, খালেদ মোহাম্মদ ইকবাল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আলমগীর।