বর্তমান সরকার মানবাধিকার রক্ষায় অত্যন্ত আন্তরিক – এডভোকেট শামসুল ইসলাম

8
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে নগরীর নাইওরপুলস্থ ওসমানী যাদুঘর প্রাঙ্গণে এক চিত্রাকংন প্রতিযোগিতার পরিদর্শন করছেন সিলেট জেলা বারের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম সহ অতিথিবৃন্দ।

সিলেট জেলা বারের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার মানবাধিকার রক্ষায় অত্যন্ত আন্তরিক। দেশে আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন আজ নানাভাবে এ দিনটি পালন করেন।
৭৩ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেল ৩টায় নগরীর নাইওরপুলস্থ ওসমানী যাদুঘর প্রাঙ্গনে এক চিত্রাকংন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের পরিদর্শনকালে প্রধান অতিথির উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় সভাপতি হাবিবুর রহমান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলার সভাপতি বিশিষ্ট শিল্পপতি আশরাফুর রহমান চৌধুরী, এস এম বিল্লাহ, সহ-সভাপতি মো: বেলাল উদ্দিন, তরুণ সমাজসেবক ফয়জুল হাসান, সুরঞ্জিত বর্মন, মহানগর সভাপতি বশির আহমদ, জেলা সম্পাদক এডভোকেট মো: সাজ্জাদুর রহমান, বিভাগীয় ক্রীড়া সম্পাদক ইউসুফ সেলু, মহানগরের সহ-সভাপতি কাজী রেজওয়ান আহমদ, আর.বি ফাউন্ডেশনের চেয়ারম্যান রুনা সুলতানা, রুহিন চৌধুরী ফরহাদ, আব্দুর রহিম সালেহ, ঋতু রঞ্জন দেব, মো: আব্দুর রহিম তালুকদার, ইমাম হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি