কনক কুমার প্রামানিক :
খেজুর গাছের চিকন পাতায়
হাসে পুবের রবি,
আলোকিত হয় ধরার আকাশ
চমৎকার ছবি।
কিচিরমিচির পাখির ডাক
ভাঙিয়ে দেয় ঘুম,
ভোরের তরুণ দিবাকর দেয়
মমতারই চুম।
সবুজে সবুজে ছেঁয়ে যায় মাঠ
ফসল সম্ভারে,
শিশির সিক্ত ঐ দূর্বাদল
ডাকছে বারেবারে।
আড়মোড়া ভাঙে চাদর জড়িয়ে
প্রকৃতিরই সাথে,
মিষ্টি মধুর অনেক স্মৃতি
মনে এসে গাঁথে।