দুদকের মামলায় আ’লীগ নেতার ভাই কারাগারে

9

স্টাফ রিপোর্টার :
ভুয়া দলিলে ৪ কোটি টাকার সরকারি জমি হাতিয়ে নেওয়ার অপরাধে সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর ভাই মো. মুসলিম আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ও বুধবার ২ ডিসেম্বর সিলেটের সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা না-মঞ্জুর করেন বিচারক মো. বজলুর রহমান। মামলার তিন নম্বর আসামী লিয়াকত আলী ১০ নভেম্বর একই আদালতে জামিন পান।
এর আগে ১ মার্চ আদালতে অভিযোগপত্রটি জমা দেন দুদক সিলেটের আঞ্চলিক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আশরাফ উদ্দিন। পরে ২৮ অক্টোবর আদালত দুদকের দেওয়া চার্জশিট গ্রহণ করে আসামীদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার প্রধান আসামী আখলাকুল আম্বিয়া চৌধুরী, আজির উদ্দিন, মো. মীর জাহান ও তৎকালীন সাবরেজিস্ট্রার বোরহান উদ্দিন সরকার পলাতক রয়েছেন বলে বাদিপক্ষের আইনজীবী শহিদুজ্জামান চৌধুরী নিশ্চিত করেছেন।