তাহিরপুরে আগুনে পুড়ে ৮টি ঘর ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

5

তাহিরপুর থেকে সংবাদদাতা :
তাহিরপুর উপজেলার দক্ষিন বড়দল ইউনিয়নের বড়দল নতুন হাটি গ্রামের ৮টি বসত ঘর ও ২টি ধানের গুলায় আগুন লেগে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্তরা হলেন, বড়দল নতুনটি গ্রামের সিরাজুল ইসলাম, সারোয়ার, আলীনুর, আবু বক্কর, আল আমিন ও কিবরিয়া।
মঙ্গলবার সকাল ৯টার দিকে এ আগুন লাগার ঘটনাটি ঘটেছে। এসময় আগুন নিভাতে গিয়ে স্থানীয় কয়েকজন আহত হয়ে হয়েছেন। আহতরা তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দক্ষিন বড়দল ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মিলন মিয়া জানান, পার্শ্ববর্তী সিরাজুল ইসলামের দোকান ঘর থেকে এই আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানতে পেরেছেন।
তিনি বলেন, এই ভয়াবহ আগুনে তাদের ঘরের সব আসাপত্র ও শীতের কাপড় পুড়ে গেছে। পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নীচে বসবাস করছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, আগুনে পুড়ে যাওয়া ঘর গুলোর ক্ষয়ক্ষতির তালিকা তৈরী করতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বলা হয়েছে।